কক্সবাজারের মাতারবাড়ীতে নির্মাণাধীন মার্কেটে কাজ করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ এর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক স্থানীয় মনহাজির পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়াবুলের পুত্র মানিক (১৮) । শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত মানিককে আশংকাজনক অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে।
মাতারবাড়ির সিএনজি স্টেশন এলাকার একটি মার্কেটে কাজ করছিলেন আহত শ্রমিক। কাজের একপর্যায়ে তিনি পার্শ্ববতী বিদ্যুতের লাইনে লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিনি আহত হয় বলে জানান মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই সাখাওয়াত।