রোহিঙ্গাদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে কক্সবাজার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে । টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে একদল রোহিঙ্গা সন্ত্রাসী স্থানীয় যুবক আব্দুর রশিদকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে, বলে জানায় টেকনাফ থানা পুলিশ।