করোনা আক্রান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আ জ ম নাছির উদ্দিন কে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে দেখতে গেলেন রাউজানের মাননীয় সাংসদ জননেতা জনাব এ.বি এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছিরের ফুসফুসেও ইনফেকশন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জানা যায় তিনি করোনা আক্রান্ত, এর পাশাপাশি ফুসফুসে সমস্যা ধরা পড়ায় পুরোপুরি শংকামুক্ত নন বলে জানান চিকিৎসকরা।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে করোনা উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুস আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।
‘সাবেক মেয়র আজম নাছির উদ্দীন সাহেবের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমাদের হসপিটালে তিনি ভর্তি আছেন। চিকিৎসকের পরামর্শে তাঁর অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চলছে’ বলে জানান পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম।