চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শোয়েব চৌধুরী বাবু (২১), এসএম মিশকাত উদ্দিন ছিদ্দিকী (২০) ও মো. রাশেদ (২৭)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, শুক্রবার (৬ নভেম্বর) তিনজনকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিন ডাকাতের কাছ থেকে সোনার চেইন, ১৩ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে শাওন বণিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীর বিভিন্নস্থানে পুলিশের এসআই পরিচয় দিয়ে ডাকাতি করে। গ্রেপ্তার তিন ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।