আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আমিনার দোকানের পাশে ফয়সাল মিয়ার নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. রফিকুল ইসলাম চান্দগাঁও থানার ৬ নম্বর ওয়ার্ডের খাজারোডের মুস্তাফিজুর রহমানের ছেলে।
‘নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে আহত অবস্থায় রফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তিকেরেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় সেখানে মারা যান তিনি’ বলে জানান চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন।