গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের উত্তর তুলাতলী ঘাটগড় সেনেরচর এলাকায় সাঙ্গু নদী হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের মাথায় ধারালো দা-য়ের কোপের মতো কাটা এবং ছিদ্র রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও এক সময় তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। লাশের বয়স আনুমানিক ৪২ হতে ৪৫ বছর হতে পারে। তার পরনে নীল রংয়ের জিন্স প্যান্ট ছিল তাও অর্ধ দিগম্বর অবস্থায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হবে বলে জানান, সাতকানিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর।