চট্টগ্রামে সরকারি-বেসরকারি নয়টি ল্যাাবের মধ্যে পাঁচটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৯৯টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এর মধ্যে নগরের ৫৮ জন এবং উপজেলার বাসিন্দা ৫ জন।
এ নিয়ে চট্টগ্রাম নগরে করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৫০ জন। বিভিন্ন উপজেলায় এই সংখ্যা পাঁচ হাজার ৭৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে কেউ মারা যাননি।
চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ৭৮৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৬ জন, যাদের ২১২ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ৭ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮৬ জন।
রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি দুটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের দেহে। এদের মধ্যে ৫৮ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।