চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ও টেরিবাজারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে টেরিবাজার ও আন্দরকিল্লার রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ঝুলানো অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ সময় রাজস্ব বিভাগের উপ-কর কর্মকর্তা আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সৌন্দর্যবর্ধন ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করে নগরীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চসিকের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কর্মকর্তারা।