সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে ছুটে যান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এরপর অগ্নিদগ্ধদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) বার্ণ ইউনিটেও যান তিনি।
জেলা প্রশাসক সহ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সজিব কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।