গত রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে তিনটায় আনোয়ারার জয়কালী বাজারে আনোয়ারায় আগুনে দুইটি মুদির দোকান, তিনটি ফলের দোকান ও একটি পানের দোকান পুড়ে ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার জয়কালী বাজারে রবিবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটা নাগাদ আগুন দেখে হইচই শুরু হয়ে যায়। অনেকেই ঘুমন্ত অবস্থায় তড়িঘড়ি করে বাঁচার জন্য দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে হক স্টোর, ফারুক স্টোর, মনসুর, আলমগীর ও খোরশেদ ফলের দোকান ও প্রবীরের পানের দোকান আগুনে ছাই হয়েছে।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুনে ছয়টি দোকান পুড়ে ৩৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান অসীম কুমার দেব।