গত ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করে নতুনভাবে করোনা শনাক্ত হলো ১০৩ জনের শরীরে। করোনা শনাক্তের সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে গেছে । ১০৩ জনের মধ্যে ৯১ জনই নগরের, বাকি ১২ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে নগরে করোনায় মারা গেছেন একজন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ৮৯২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৭ জন, যাদের ২১৩ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ৭ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮৬ জন।
সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি পাঁচটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০৩ জনের দেহে। এদের মধ্যে ৯১ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে।