গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু ও কোতোয়ালী থানাধীন এলাকায় দুইটি অভিযানে ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হল- মো. সরোয়ার (২৮), আবছার উদ্দিন (২৪), মো. করিম(২৭) ও মো. কায়সার (২০)। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, সোমবার নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার ও আবছার উদ্দিন নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কোতোয়ালী থানাধীন এলাকায় একইদিনে অপর এক অভিযানে করিম ও কায়সার নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।