স্মার্টফোন কিনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী পাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদবিহীন শিক্ষাঋণ। অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে এই সুযোগ দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। এক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থী ৮ হাজার টাকা করে পাবে।
বুধবার (৪ নভেম্বর) অনলাইন প্লাটফর্মে ইউজিসি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘করোনাকালীন অনলাইনে ক্লাসের প্রয়োজনে স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের পর শিক্ষার্থীরা আগামী ১ সপ্তাহের মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা পেতে শুরু করবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই ঋণ প্রদান করা শেষ হবে।’
‘বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের মধ্যে চার কিস্তি বা এককালীন এই ঋণ শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে’ বলেও জানান তিনি।