গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর স্টেশন রোড় এলাকা থেকে ৮টি স্বর্ণের বার, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি কানের দুলসহ মোট ৮৮ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশের হাতে আটক হয়েছেন জোসেফ উদ্দিন রুমন নামের এক যুবক।
তিনি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ার জহির আহমদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল সেটের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
৮৮ ভরি স্বর্ণের চোরা চালানসহ আটক রুবেল নিজেকে মোবাইল সেটের ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।