অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে করোনাভাইরাসের সংক্রমণের শংকায় গত মার্চের ১৭ তারিখ থেকে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও (চবি)। ফলে দুই একটা কোর্স বাকি থাকতেই স্থগিত হয়ে যায় বিভিন্ন বর্ষে চলমান ফাইনাল পরীক্ষা। আর এতে করে বিপাকে পড়েছেন বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী।
আগামী রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় অসমাপ্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘করোনার কারনে আটকে থাকা পরীক্ষা নেয়ার বিষয়ে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হবে। তবে এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষাগুলো অগ্রাধিকার দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার দিকে এগুবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
করোনা সংকটে সাধারণ ছুটি ঘোষণার আগে বিভিন্ন বিভাগের পুরোদমে পরীক্ষা চলমান ছিল। এর মধ্যে বেশিরভাগ বিভাগ সম্পূর্ণ পরীক্ষা শেষ করলেও কিছু বিভাগ অর্ধেক পরীক্ষা শেষ করে আটকে যায় বলে জানা গেছে।