চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ১ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২২৮ জনে।
তবে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১১৩ জনের। এরমধ্যে ১০২ জন নগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।