বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট মোড়ে সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম ছুরিকাঘাতের শিকার হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় থেকে আমিনুলকে একদল যুবক টেনে হিঁচড়ে সদরঘাট সড়কের দিকে নিয়ে যেতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও নিউমার্কেট মোড়ের অদূরে সিটি কলেজ সড়কের মধ্যবর্তী স্থানে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয় আমিনুলকে। এসময় আমিনুলের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয় বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘কে বা কারা, কেন এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করছি পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।’