শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পিকআপের (ডাম্পার) ধাক্কায় মো. লোকমান হাকিম (৮০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃদ্ধ লোকমানের বাড়ি ঘিলাতলী এলাকায়।
শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি বলে জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।