শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া আমির মাঝির বাড়িতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম মো. এহসান (৭)।
তিনদিন আগে এহসান নাঙ্গলমোড়া নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে সকাল আনুমানিক ৭টার দিকে নানার বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালে তার নিজ বাড়ি মির্জাপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এহসানকে দাফন করা হয় বলে জানা গেছে।