গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিচ ইয়াবা সহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন, মোহাম্মদ আজিম (২১) ও হামিদুল্লাহ (২৩)।
১৪ এপিবিএন’র সহ অধিনায়ক রাকিব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট ডিআরসি ফটক সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় ক্যাম্প-১৩ ব্লকঃ বি-৩ এলাকার মোহাম্মদ আজিম ও ক্যাম্প-৮ ইস্ট ব্লক বি-১৫ এর হামিদুল্লাহ (২৩) কে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।