গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ১৮৩ জনের মধ্যে। নতুন শনাক্তদের মধ্যে ১৫৫ জন নগরের ও ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনা নগরের আরও দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৪ হাজার ৫৩ জন। এদের মধ্যে নগরের রোগী ১৮ হাজার ৬ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৪৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১৫ জন, যাদের ২২১ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ২১ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৭৪ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি ল্যাবে এক হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের দেহে। এদের মধ্যে ১৫৫ জন নগরের এবং ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।