মঙ্গলবার ২৪ নভেম্বর রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেকটিং রোডে ট্রলির চাপায় প্রাণ গেল হালিশহরের বাসিন্দা এক ১৩ বছর বয়সী কিশোরের।
নিহত কিশোরের নাম আরমান। সে হালিশহর থানাধীন মধ্যম রামপুর তাসফিয়া এলাকার বোরহান ভিলাস্থ মো. ইসমাইল হোসেনের ছেলে।
নিহত আরমানের বড় বোনের স্বামী রুবেল জানান, পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকার ওয়ালটন শোরুমের সামনে স্ক্র্যাপবাহী একটি লরি আমার শ্যালককে পিষ্ট করে দেয়। সে একটি গাড়ি থেকে নেমে তাসফিয়া এলাকা থেকে বড় এলাকায় আসছিল। গাড়ি থেকে নামার সাথে সাথে বন্দরের দিক থেকে আসা স্ক্র্যাপবাহী গাড়ি তাকে পিষে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। রাত ১১টা পর্যন্ত লাশ সড়কেই পড়ে আছে।’
তিনি বলেন, ‘এলাকাটি হালিশহর থানাধীন। কিন্তু এখনও লাশ ঘটনাস্থলে পড়ে থাকা আরও নির্মম। আমরা ওই গাড়ির বিরুদ্ধে মামলা করবো।’