২৪ ঘণ্টায় করোনার জীবাণু ধরা পড়লো আরও ২২৩ জনের শরীরে। একই দিনে করোনা কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৪ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে নগরের রোগী ১৮ হাজার ২৮৬ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ১১২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১৮ জন, যাদের ২২৩ জন নগরের এবং ৯৫ জন উপজেলার। অন্যদিকে ২১ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৭৪ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাব মিলে এক হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের দেহে। এদের মধ্যে ১৮৬ জন নগরের এবং ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।