কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ায় মাতামুহুরী নদীর তীর থেকে পলিথিন মোড়ানো সদ্য ভূমিষ্ট এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সকাল সোয়া ১১টার দিকে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।
‘উদ্ধার হওয়া মৃত শিশুর শরীরের কিছু অংশ কুকুরে খেয়েছে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে’ বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।