শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে চট্টগ্রামের মুরাদপুর ষোলশহর এলাকায় রাজিয়া সুলতানার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় দুটি সেমি পাকা বসত ঘরের প্রায় ১৬টি কক্ষ অগ্নিকাণ্ডে পুড়ে যায়।
‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুর এলাকায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাজিয়া সুলতানা নামক এক মহিলার বাড়িতে দুটি সেমিপাকা ঘরের ১৬টি কক্ষ পুড়ে যায়’ বলে জানায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, ‘প্রাথমিক ধারণায় আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’