রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় সাতকানিয়া পুলিশ উপজেলার চরতী ইউনিয়নে ৪নম্বর ওয়ার্ডের রাস্তা থেকে মো. ইকবাল হোসেন (২২) নামে স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ।
‘ইকবাল নামে এক যুবকের লাশ রাস্তা থেকে উদ্ধার করি। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিক সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে পাঠানো হবে, তখন বিস্তারিত জানা যাবে’ বলে জানায় সাতকানিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর জাকির হোসেন।