গত ২৪ ঘণ্টায় ১৯৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে ১৬৯ জনই নগরের, বাকি ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে এইদিন চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৬ হাজার ২৬৩ জন। এদের মধ্যে নগরের রোগী ১৯ হাজার ৯২৩ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৩৪০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২০ জন, যাদের ২২৫ জন নগরের এবং ৯৫ জন উপজেলার। অন্যদিকে ৩ ডিসেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৪৬৮ জন।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি সাতটি ল্যাবে এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের দেহে। এদের মধ্যে ১৬৯ জন নগরের এবং ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।’