আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের মহাসড়কের ভাটিয়ারী এলাকায় ট্রাকের ধাক্কায় সানু মিয়া (৬০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি কুমিল্লা জেলার মুরাদপুর থানার গাংগের কোট গ্রামের মৃত অলি আহম্মদের পুত্র।
নিহত সানু মিয়া ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমিতে (বিএমএ এমইএস) ইলেকট্রিশিয়ান হিসেবে বেসরকারিভাবে কর্মরত ছিলেন।
রবিবার সানু মিয়া বাজার করার জন্য ভাটিয়ারী শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাড়ালে চট্টগ্রামমূখী একটি দ্রুতগামী ট্রাক(ঢাকা মেট্রো ট ১৩-৬৭৮৩) তাকে ধাক্কা দেয় বলে জানা গেছে।
এসময় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বিএমএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ও হেলপারকে আটক করা হয়েছে।