শনিবার ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর) পৃথক অভিযানে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামের পটিয়ায় ৫ ইয়াবা কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
উপজেলার মোজাফফরাবাদ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে ও হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সকাল ৯টা ও ১১টার দিকে আনোয়ার হোসেন (৪৮), মো. ইলিয়াস (৩৫) ও নজরুল ইসলামকে (৪৭) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা। আটক আনোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙী উপজেলার নয়াদলুয়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে, মো. ইলিয়াস একই জেলার ও উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত ইয়াসিনের ছেলে। তারা উভয়ে কৌশলে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঠাকুরগাঁও নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার।
এদিকে, আটক মো. নজরুল ইসলাম ঝালকাঠি জেলার ঝালকাঠি উপজেলার কালুমিয়ার বাড়ির আবুল কালামের ছেলে। সে ইয়াবাগুলো বিক্রির জন্য কক্সবাজার থেকে ঝালকাঠিতে নিয়ে যাচ্ছিল।
শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সামিদুল ইসলাম মুবিন (১৯) ও মো. জুবায়ের হোসেনকে (৩০) আটক করে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সামিদুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার নাপিতখালি ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে ও জুবায়ের হোসেন বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের মৃত আবদুস শুক্কুরের ছেলে।
আটক ৫ ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার।