সোমবার (৭ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ছেঁড়া দ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ইয়াবার একটি চালানসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপের দক্ষিণে সাগরে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় ধাওয়া করে ট্রলারসহ মিয়ানমারের তিন ইয়াবা পাচারকারিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ ৯ লাখ ৫১ হাজার মিয়ানমার (কিয়েত) টাকা উদ্ধার করা হয়। তারা স্বীকার করেছে, মিয়ানমার থেকে ইয়াবার চালানটি সাগরপথে বাংলাদেশের দিকে নিয়ে আসছিল।
লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক ঘটনার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবা ও ট্রলারটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।