গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছেন ১৯২ জন। এদের মধ্যে ১৭৬ জন নগরের এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একইদিনে চট্টগ্রাম নগরীর এক রোগীর মৃত্যু হলো করোনায়।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৭ হাজার ৪৮ জন। এদের মধ্যে নগরের রোগী ২০ হাজার ৬১৯ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৪২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২৬ জন, যাদের ২৩১ জন নগরের এবং ৯৫ জন উপজেলার। অন্যদিকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৬৬ জন।
বুধবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের দেহে। এদের মধ্যে ১৭৬ জন নগরের এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।’