চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের শরীরে। এদের মধ্যে ১০৯ জন নগরের, বাকি ৩৫ জন বিভিন্ন উপজেলার। টানা তৃতীয়দিনের মতো চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু হলো। মারা যাওয়া দুজনই নগরের অধিবাসী।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৭ হাজার ৫৫৬ জন। এদের মধ্যে নগরের রোগী ২১ হাজার ৪৮ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৫০৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৩১ জন, যাদের ২৩৫ জন নগরের এবং ৯৬ জন উপজেলার। অন্যদিকে ১১ ডিসেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৬৭০ জন।
শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের দেহে। এদের মধ্যে ১০৯ জন নগরের এবং ৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম নগরে দুজনের মৃত্যু হয়েছে।’