গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ক্যসামং (৪৫)। আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১৪ ভরির একটু বেশি।
রবিবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস উপজেলার হোয়াইক্যং তল্লাশিচৌকিতে পৌঁছালে বাসটি থামানো হয়। বাসটিতে তল্লাশির সময় ক্যসামং নামে ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার মানিব্যাগে থাকা বিশেষ কায়দায় লুকানো সোনার বার উদ্ধার করা হয়। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সোনা চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।