গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর জাহানাবাদ ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত বধূর নাম আফরোজ আক্তার সোনিয়া (২৮)। নিহত সোনিয়া ঐ এলাকার মোঃ রেজাউল হোসেনের স্ত্রী।
বুধবার বিকালে সাড়ে ৫টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন সোনিয়া। এসময় বাড়ির লোকজন খবর দিলে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন বলে জান আগ
একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হবে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।