গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের দেহে। এদের মধ্যে ৮৯ জন নগরের এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনায় প্রাণ হারালো দু’জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৮ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে ২২ হাজার ৯৮ জন নগরের ও ৬ হাজার ৬৬৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪৩ জন, যাদের ২৪৬ জন নগরের এবং ৯৭ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৪১১ জন।
রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের দেহে। এদের মধ্যে ৮৯ জন নগরের এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে’