চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫৩ জনের শরীরে। এই নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ২৯ হাজার ছাড়াল। একই দিনে করোনায় প্রাণ হারালো ৩ জনই, এরা সকলেই নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী ২৯ হাজার ৬৩ জনের মধ্যে ২২ হাজার ৩৬২ জন নগরের ও ৬ হাজার ৭০১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪৭ জন, যাদের ২৫০ জন নগরের এবং ৯৭ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের দেহে। এদের মধ্যে ১৩৪ জন নগরের এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় তিন জনের মৃত্যু হয়েছে’