মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে আনুষ্ঠানিকভাবে একটি জৈব সার প্রস্তুত কেন্দ্র উদ্বোধন করা হয়। কেন্দ্রটি উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম।
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন বাড়ি ও দোকানে দেওয়া হয়েছে দুটি করে বালতি। সবুজ রঙের বালতি দেওয়া হয়েছে পচনশীল আবর্জনা রাখার জন্য এবং নীল বালতি দেওয়া হয়েছে অপচনশীল আবর্জনা রাখার জন্য। প্রতিদিন ৩৮ জন প্রশিক্ষিত কর্মী সেসব আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসেন ব্র্যাক স্থাপিত জৈব সার প্রস্তুত কেন্দ্রে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রে উৎপাদিত হচ্ছে জৈব সার। প্রতিমাসে প্রায় ৩০০ কেজি সার উৎপাদনে সক্ষম এই কেন্দ্র। এখন পর্যন্ত উৎপাদিত সার স্থানীয় কৃষক ও নার্সারি মালিকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে স্থানীয় কৃষকেরা এই সার সুলভমূল্যে কিনতে পারবেন।
উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ ইসলাম এই প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। টেকনাফের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ব্র্যাক নির্দেশিত ঝুড়িতে যথাযথভাবে ময়লা ফেলবেন। এতে আমাদের এলাকা পরিচ্ছন্ন থাকবে এবং কৃষক ভাইয়েরা উপকৃত হবেন।’