সোমবার (২১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর (১৫ নম্বর) ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. নাজমুল ইসলাম ফয়সাল নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। নিহত ফয়সাল স্থানীয় মির্জাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
প্রতিবেশী জাহেদুল ইসলাম জানান, সোমবার রাতে এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ফয়সাল। ঘটনাস্থলে সে মারা যায়। রাতে তাকে দাফন করা হয়েছে।
মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার বিষয়টি অবগত নই। আমি খোঁজখবর নিয়ে দেখছি বলে জানান, চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) থানার ওসি কামরুল হাসান।