গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনার জীবাণু পাওয়া গেল আরও ১৪১ জনের দেহে। এদের মধ্যে ১২১ জন নগরের এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনা কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। চট্টগ্রামে করোনায় প্রাণহানি ছাড়ালো সাড়ে তিনশ, এদের মধ্যে নগরেরই রয়েছেন ২৫০ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৩৮২ জন। এদের মধ্যে ২২ হাজার ৬৪৪ জন নগরের ও ৬ হাজার ৭৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৫১ জন, যাদের ২৫০ জন নগরের এবং ১০১ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের দেহে। এদের মধ্যে ১২১ জন নগরের এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে’