গত ২৪ ঘন্টায় করোনায় তিন জনের মৃত্যু হলো চট্টগ্রামে। একই সময়ে করোনা ধরা পড়েছে আরও ১১৪ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি মিলেছে ১৩৭ জন রোগীর।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৬১৮ জন। এদের মধ্যে ২২ হাজার ৮৪৩ জন নগরের ও ৬ হাজার ৭৭৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৫৪ জন, যাদের ২৫৩ জন নগরের এবং ১০১ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬০৮ জন।
শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের দেহে। এদের মধ্যে ৮৯ জন নগরের এবং ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি।’